গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

 আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে গুগল হচ্ছে অন্যতম একটি অনলাইন ইনকামের সাইট। গুগল হলো বিশ্বের এমন একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে বিশ্বের সকল মানুষ তাদের পছন্দের সকল তথ্য পেয়ে থাকে। আপনি গুগলে মার্কেটিং করে টাকা আয় করতে পারেন।


গুগল হলো একটি(American multinational technology company) আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। যেটা পুরোপুরি অনলাইন অর্থাৎ ইন্টারনেটের সাথে জড়িত। বিশ্বের সবথেকে বড় বড় কোম্পানির মধ্যে অনলাইনে google ধরা হয়। google এর বিভিন্ন ধরনের কাজ করে আপনি ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন মাসে।

সূচিপত্র

গুগলে ব্লগিং করে টাকা আয় (Google blogging)

গুগলের সবচেয়ে বড় টাকা ইনকামের উপায় হল ব্লগিং ওয়েবসাইট থেকে হয়ে থাকে। গুগলের একটি ওয়েবসাইট প্ল্যাটফর্মে যে কেউ ব্লগিং করে টাকা ইনকাম করতে পারে। ব্লগিং হলো এমন ধরনের ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের তথ্য দিয়ে টাকা ইনকাম করতে পারেন। ব্লগিং হলো এমন একটি টেকনোলজি অনলাইন থেকে অনেক টাকা আয় করে দিতে পারে। আপনার ব্লগিং সাইটের যত বেশি তথ্য থাকবে এবং যত বেশি মানুষ ভিজিট করবে তত টাকা ইনকাম হবে। মূলত গুগলের ব্লগিং সাইটে টাকা ইনকাম করার সবচেয়ে বড় মাধ্যম হলো ভিজিটিং। 


মানুষ আপনার ব্লগিং সাইটের যত বেশি ভিজিট করবে তত বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন। মানুষের দৈনন্দিন জীবনে অনেক তথ্য জানা অজানা থাকে এজন্য মানুষ বগলে সার্চ করে তখন যদি আপনার ওয়েবসাইটটি সর্ব প্রথমে চলে আসে ব্লগিংয়ে তাহলে মানুষ ওখানে প্রবেশ করলেই আপনি পাবেন টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি গুগল থেকে টাকা ইনকাম করতে চান আপনি ব্লগিং করে টাকা ইনকাম করতে পারেন এটা অনেক সহজ মাধ্যম।

গুগল প্লে স্টোর থেকে টাকা আয় (Google Play store)

গুগল প্লে স্টোর টাকা ইনকামের আরেকটি মাধ্যম। যার মাধ্যমে আপনি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। গুগল প্লে স্টোর হল একটি ডিজিটাল অনলাইন স্টোর যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস, গেম, মিউজিক ভিডিও ইত্যাদি পাবেন। আপনার যদি আপনার যদি গুগল প্লে স্টোরে একাউন্ট থাকে আর আপনি যদি কোন রকমের অ্যাপস বা গেম ইত্যাদি তৈরি করতে পারেন তা গুগল প্লে স্টোরে বিক্রি করে টাকা আয় করতে পারবেন। 


মূলত এখানে বিভিন্ন ধরনের ক্রেতারা ওয়েবসাইটটি ভিজিট করে তাদের পছন্দর অ্যাপস বা গেম ইত্যাদি নেওয়ার জন্য এখান থেকে আপনি এগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন। তাই এভাবেও গুগল প্লে স্টোর থেকে টাকা আয় করা যায়।

গুগল এডসেন্স থেকে টাকা আয় (Google AdSense)

গুগল থেকে টাকা ইনকাম করার আরেকটি মাধ্যম হলো গুগল এডসেন্স। গুগল এডসেন্স এর মাধ্যমে আমরা গুগল থেকে টাকা ইনকাম করতে পারি। গুগল এডসেন্স হলো online platform যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করে টাকা ইনকাম করতে পারি।





 আমাদের গুগল ওয়েবসাইটে কন্টেন বা কিছু পোস্ট করার পর, গুগল এডসেন্স আমাদের ওয়েবসাইটে ভিজিটরের উপর নির্ভর করে তারা বিজ্ঞাপন প্রদান করে। আমাদের ওয়েবসাইটের যত বেশি ভিজিটর হবে অর্থাৎ যত বেশি মানুষজন প্রবেশ করবে, তত বেশি বিজ্ঞাপন দেখতে পারবে, আমরা তত বেশি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারব।

google ওপেনিয়ন রিওয়ার্ড থেকে টাকায়(Google opinion reward)

গুগলে যেমন google এডসেন্স ব্লগার প্লে স্টোর থেকে টাকা আয় করা যায় তেমনি আরেকটি সাইট রয়েছে সেটি হল গুগল ওপেনিয়ন  রিওয়ার্ড। গুগল ওপেনিয়ন রিওয়ার্ড থেকেও ঘরে বসে টাকা আয় করা যায়। গুগল ওপেনিয়ন রিওয়ার্ড হলো বিভিন্ন ধরনের কোম্পানির পণ্য,পরিষেবা ইত্যাদির সাথে জড়িত থাকা paid survey গুলো প্রদান করতে হয় ।


 এখানে গিয়ে আপনার নিজস্ব মতামত অভিজ্ঞতা প্রদান করতে হয়। google ওপেনিয়ন রিওয়ার্ড প্রত্যেক সার্ভে সম্পন্ন করার জন্য আপনাকে টাকা দেওয়া হবে। এখানে আপনি যতগুলো সার্ভে পূরণ করবেন তত টাকা ইনকাম করতে পারবেন। এভাবে গুগল ওপেনিং রিওয়ার্ড থেকে টাকা আয় করা যায়। এখানে আপনার কাজের উপর নির্ভর করে টাকা প্রদান করা হবে আপনি যত ভালো কাজ করতে পারবেন তত বেশি টাকা আয় করতে পারবেন।

ই কমার্স ওয়েবসাইট দ্বারা গুগল থেকে টাকা আয়

গুগলের সবগুলো জনপ্রিয় সাইটের মধ্যে একটি জনপ্রিয় সাইট হল ই-কমার্স। ই-কমার্সের মাধ্যমে আমরা গুগল থেকে টাকা আয় করতে পারবো। মূলত ই-কমার্স হল যে ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতা- বিক্রেতার মধ্যে সংযোগসম্পন্ন হয় তাকে ই-কমার্স বলে। ই-কমার্স এর মাধ্যমে অনলাইনে কেনা -বেচার কাজ সম্পূর্ণ করা হয়। আপনি যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ই-কমার্স সাইটে আপনি একটি একাউন্ট খুলতে পারেন। যেখানে ক্রেতারা এসে আপনাকে থেকে তাদের নিত্য-নতুন পণ্য কিনতে পারবে। যেমন আপনি একটি শার্ট বিক্রি করতে চান,  বিজ্ঞাপনটি আপনি আপনার সাইটে দিয়েছেন। যদি কেউ শার্ট নিতে চায় তাহলে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সাথে কথা বলে সাতটি কিনতে পারবে। এভাবে আপনি টাকায় করতে পারবেন। মতো ই-কমার্সে বেচা-কেনা মাধ্যমে আপনি টাকা আয় করে থাকবেন।

স্পন্সর এড থেকে টাকা আয় (sponsor add)

গুগল থেকে টাকা আয় করার আরেকটি মাধ্যম হল স্পন্সর এড থেকে টাকা আয় করা যায়। মূলত আপনি স্পন্সর তখনই পাবেন যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি প্রবেশ করবে। মূলত ভিজিটের উপর নির্ভর করে স্পন্সর দেওয়া হয়। যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি হয় তাহলে আপনি আপনার ওয়েবসাইটে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে স্পন্সর পেয়ে থাকবেন। 



অর্থাৎ আপনি যাদের থেকে স্পন্সর পাবেন তাদের নিয়ে একটি পোস্ট বা ভিডিও শেয়ার করলে আপনাকে তারা টাকা দিবে। এর জন্য আপনাকে গুগল এডস এর উপর নির্ভর করতে হবে না, কনে স্পন্সর থেকে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আনাতে হবে যত বেশি ভিজিটর পাবেন তত বেশি স্পন্সর আসবে আপনার কাছে। মূলত এভাবেই স্পন্সর থেকে গুগলে টাকা আয় করা যায়।

গুগলে ইউটিউব চ্যানেল ব্যবহার করে এডসেন্স থেকে টাকা আয়

বর্তমানে গুগলের মাধ্যমে ইউটিউব থেকেও টাকা আয় করা যায়। ইউটিউব হল গুগল একটি অঙ্গ সংগঠন। যদি আপনি ইউটিউব একটি চ্যানেল খুলেন এবং আপনার চ্যানেলে ভিউয়ার আনতে পারেন, তাহলে আপনি এগুলো থেকে এডসেন্সের এড বসিয়ে ভিডিও থেকে টাকা করতে পারবেন। কিন্তু তাহলে আপনাকে কিছু শর্তে সাপেক্ষে কাজ করতে হবে। শর্তে গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো এক হাজারের উপর সাবস্ক্রাইব থাকতে হবে, ৫০০০ ঘন্টা watch time থাকতে হবে ও ও ইউটিউবের পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত থাকতে হবে। মূলত এ সত্য মেনে চললে আপনার youtube চ্যানেলে এডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এভাবে গুগলের এডসেন্স ব্যবহার করে আপনি ইউটিউব থেকে টাকা এড করতে পারবেন।

শেষ কথা

বর্তমান বিশ্বে গুগল একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। যার মাধ্যমে আমরা ঘরে বসে অনেক টাকা আয় করতে পারবো। কিন্তু এ টাকা ইনকাম করার জন্য আমাদের গুগল নীতি মেনে কাজ করতে হবে। যদি আমরা গুগল নীতি বাহিরে গিয়ে যদি কাজ করি তাহলে এটি গ্রহণযোগ্য করে গণ্য করবে না গুগল। তাই আমাদের সব গুগল নীতি মেনে কাজ করতে হবে তাহলে আমরা গুগল থেকে টাকা আয় করতে পারবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url